শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

হারুন মাস্টার হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

হারুন মাস্টার হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ (হারুন মাস্টার) হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নয়াবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাহ্রা ঘাটে এসে শেষ হয়। এসময় মিছিলে বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ অংশ নেয়। পরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সভা করে কর্মসূচীর সমাপ্তি হয়।

এসময় বক্তারা প্রশ্ন তুলে বলেন, হারুন মাস্টার হত্যাকাণ্ডে কয়েকজন আসামী ধরা পড়লেও কেন মূলপরিকল্পনাকারীকে ধরা হচ্ছে না। তাঁদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না। এদের নাম প্রকাশ করা না হলে বা গ্রেপ্তার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

নিহত হারুন মাস্টারের ছেলে সাবেক ছাত্রনেতা কাউসার মাহমুদ শাওন বলেন, আমার বাবার হত্যাকারীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে অনেকে চক্রান্ত করছে। নয়াবাড়ি ইউনিয়নসহ দোহারবাসী এটি মেনে নেবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, যতদিন আমার বাবার হত্যার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ না হবে ততদিন আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো। দলীয় কোন্দলের জেরে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ছেলের।

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে উপজেলার নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন অর রশিদ মাস্টারকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com