বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

হাত-পা ছাড়াই জিপিএ-৫ লিতুন জিরার: মুখ দিয়ে লিখে অভাবনীয় সাফল্য

বিশেষ প্রতিনিধি ॥
শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি অদম্য মেধাবী লিতুন জিরাকে। জন্ম থেকেই হাত-পা না থাকা সত্ত্বেও এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে সে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। তার এই ফলাফল একদিকে যেমন চমকপ্রদ, তেমনই অগণিত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।

যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে লিতুন জিরা। সে উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর থেকে লিতুন জিরা ও তার পরিবারে বইছে আনন্দের বন্যা। নিজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানিয়েছে, সে আরও ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হতে চায়। তার স্বপ্ন, ভবিষ্যতে সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা।

অদম্য ইচ্ছাশক্তি আর একাগ্রতার মূর্ত প্রতীক লিতুন জিরা এর আগেও বিভিন্ন পরীক্ষায় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে। পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ও জেএসসি পরীক্ষায়ও সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এবং প্রাথমিকে বৃত্তি লাভ করেছে। শুধু পড়াশোনাই নয়, শ্রেণিকক্ষে সেরা শিক্ষার্থী হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক জগতেও সে চমক জাগানো অবদান রেখেছে।

হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে লিতুন জিরা ছোট। তাদের বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে লিতুন জিরার এই পথচলা সত্যিই দৃষ্টান্তমূলক। তার একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও স্বীকৃতি এনে দিয়েছে। লিতুন জিরার এই সাফল্য প্রমাণ করে, দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই লক্ষ্য অর্জনের পথে অন্তরায় হতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com