বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

হাজিদের হিটস্ট্রোক ঠেকাতে ৪০০ কুলিং ইউনিট স্থাপন

হাজিদের হিটস্ট্রোক ঠেকাতে ৪০০ কুলিং ইউনিট স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আগামী ৪ জুন শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৫ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজব্রত পালনের সময় হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত মারাত্মক গরম অর্থাৎ হিটস্ট্রোক থেকে প্রাণহানি রোধে নেওয়া হয়েছে বিপুল ব্যবস্থা। খবর- গালফ নিউজের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি আবহাওয়া বিভাগের তথ্য মতে, সোমবার (২ জুন) বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন অন্তত ৪৪ জন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক ঠেকাতে এবার ৪০টির বেশি সরকারি সংস্থা এবং দুই লাখ ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।

এছাড়া মক্কা, মদিনা, আরাফাসহ হজসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ৪০০টির বেশি কুলিং ইউনিট। তীব্র গরমের সময় হাজিরা যাতে কিছু সময় বিশ্রাম নিতে পারেন, সেজন্য বাড়ানো হয়েছে ছায়াযুক্ত এলাকা, যার পরিমাণ এখন ৫০ হাজার বর্গমিটারের বেশি।

হাজিদের নিরাপত্তায় সৌদি সরকারের এসব ব্যবস্থাপনা নিয়ে আশ্বস্ত হাজিরা। নাইজেরিয়ার ২৭ বছর বয়সী আবদুল হামিদ বলেন, গরমটা সত্যিই অসহনীয়। অবশ্য সৌদি সরকার হাজিদের কথা মাথায় রেখে অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।

হজ করতে এসে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শান্তি ও নিরাপদ অনুভব করছেন ফিলিপাইন থেকে আসা আবদুল মাজিদ আতি। তিনি বলেন, ‘আমি যে এবার হজে আসতে পেরেছি, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব হতো না। এখানে এসে খুবই শান্তি ও নিরাপদ অনুভব করছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com