শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

হলে উঠতে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয় খোলা হবে আগামী ৫ অক্টোবর। এ কয়দিন মেসে থাকতে হলে পুরো মাসের ভাড়া দিতে হবে। এমন ভাবনা থেকে গোপনে বিভিন্ন হলে শিক্ষার্থীরা ওঠা শুরু করেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল, বঙ্গবন্ধু হল, এসএম এল হল, অমর একুশে হলসহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন। হলের কর্মচারীরা শিক্ষার্থীদের বাধা দিলেও কিছু শিক্ষার্থী বাধা ডিঙ্গিয়ে ঢুকে পড়ছেন। এছাড়া অমর একুশে হলে তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচ দিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের। এ অল্প কয়েকদিনের জন্য প্রশাসন আশা করছি সমস্যা করবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। প্রত্যেক হল প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। উঠে গেলেইতো আর শেষ সমাধান নয়। আলোচনা করে এর সমাধান করা হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দেখিয়ে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পরবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com