মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

হত্যা মামলায় সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

আতিকুল ইসলাম। সংগৃহীত ছবি

আদালত প্রতিবেদক:: বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মাহবুব আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

এর আগে ‎গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর নজরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

‎গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য সোমবার সকাল ৯টার দিকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পৌনে ১০টার দিকে তাকে এজলাসে তোলা হয়। পরে শুনানি নিয়ে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

‎এদিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম।

‎‎আদালত থেকে বেরিয়ে মোরশেদ হোসেন শাহীন সাংবাদিকদের জানান, সাবেক মেয়র আতিক আমার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে।

আতিক আরও অভিযোগ করেছেন, তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় উনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন তার ছেলে রেদোয়ান হোসেন।

‎‎উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডেও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com