মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

স্ত্রী-সন্তানসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পক্ষ থেকে উপসহকারী পরিচালক মো. ইমরান আকন আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে আত্মগোপনে আছেন এবং যে কোনো সময় দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের সাময়িকভাবে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন বলে দুদক আদালতের কাছে আবেদন জানায়। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com