বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ছবি: বিসিবি

স্পোর্টস রিপোর্টার:: প্রথম দুই ম্যাচে দুই দলই জয় পেয়েছে। ফলে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে দুই দলের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে হারালেও দ্বিতীয়টিতে সুপার ওভারের ম্যাচে ১ রানে হেরে গেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জয় দিয়েই সিরিজ জিততে চায় মেহেদী হাসান মিরাজের দল।

স্লো স্পিনিং উইকেটে প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটিতে তারা ছিল বেশ আত্মবিশ্বাসে ভরপুর। স্পিনিং ট্র্যাক দেখে ক্যারিবীয়রা দ্বিতীয় ওয়ানডেতে কোনো পেস বোলার ছাড়া স্পিনার নিয়েই একাদশ সাজায়। ইতিহাসে প্রথমবার দুদিক দিয়ে স্পিনার দিয়ে বোলিং শুরু করে চমক দেখান ক্যারবীয় অধিনায়ক শাই হোপ। হাঁসফাঁস করতে থাকা এমন উইকেটে বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভার খেলে তুলেছিল ২১৩ রান। এই রান তাড়া করতে নেমে ক্যারিবীয়রাও থামে একই রানে। ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো গড়ায় সুপার ওভার।

সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০ রান করলে স্বাগতিকদের ইনিংস থামে ৯ রানে। ফলে ১ রানে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরে তারা। আজকের শেষ ম্যাচটিও হবে মিরপুরের শেরেবাংলার একই উইকেটে। সেই স্পিনবান্ধব স্লো উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হাতছাড়া হয়েছে। শেষ মুহূর্তের ভুলে হারের কষ্টে এখনও ব্যথিত ক্রিকেটপ্রেমীরা। তবে মাঠের লড়াই থেমে নেই। আর একদিন পরই সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ওয়ানডে। তাই সেই প্রস্তুতিতেই ব্যস্ত টাইগাররা।

গতকাল সকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে বাংলাদেশ দলের প্রাণবন্ত অনুশীলন। তপ্ত রোদ আর গরম আবহাওয়া উপেক্ষা করে ঘাম ঝরাচ্ছেন সাকিব-মিরাজরা। শুরুতে হালকা অনুশীলন থাকলেও কিছুক্ষণ পর শুরু হয় ব্যাটিং-বোলিং অনুশীলন। ইনডোরে ক্রিকেটারদের বেশ মনোযোগী হয়ে অনুশীলন করতে দেখা গেল। দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো কাটিয়ে উঠতে কোচিং স্টাফরা বিশেষ মনোযোগ দিচ্ছেন টপ অর্ডারের স্থিতিশীলতা ও ডেথ ওভারে বোলিং পরিকল্পনায়। বাংলাদেশের টপ অর্ডার তেমন কোনো রান পাচ্ছে না। বিশেষ করে ওপেনার সাইফ হাসান নিজেকে মেলে ধরতে পারছেন না। ব্যাটিংয়ে দ্ইু ম্যাচে যেটুকু আশা দেখিয়েছেন স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। দুই ম্যাচেই ধুমধাড়াক্কা ক্যামিও ব্যাটিং করেছেন তিনি। তা ছাড়া দলের সেরা বোলিং করেছেন তিনি। ৮ উইকেট নিয়েছেন তিনি। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এখন দেখার পালা বাংলাদেশ কি ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ে হাসতে পারে নাকি টানা ৫ সিরিজের হার নিয়ে ব্যর্থতার আরেকটা সিরিজ শেষ করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com