বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সাপাহারে বিভিন্ন অনুদানের চেক ও ভাতা বিতরণ

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর সাপাহারে বিভিন্ন অনুদানের চেক ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় সাপাহার উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরে অনুদানের চেক ও ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত চেক ও ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার কয়েকজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন, যুব সমাজকে বিভিন্ন নেশার কবল থেকে রক্ষা করতে খেলার সামগ্রী ও বে-সরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর উদ্যোগে অতি দরিদ্র সদস্যদের মেধাবী ৭৯জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com