বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করতে নেতাকর্মীদের সাথে ইউনিয়নে ইউনিয়নে আলোচনা সভা ইফতার মাহফিলের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছে জাতীয়তাবাদী দলের নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি শাহ আহমেদ মোজাম্মেল হক চৌধুরী তিনি মাঠ পর্যায়ে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সুখে,দুখে পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি ইউনিয়নে সে উৎসাহ দিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকছেন।
শুক্রবার সন্ধ্যায় সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন শাখার উদ্যোগে মাওঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল,নিয়ামতপুর রসূলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিটু,যুবদলের সম্পাদক জয়নাল আবেদীন,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসনাত রেজা,সোহেল রানা,মাসুদ রেজা,সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস আলী,সাপাহার ইউনিয়ন বিএনপির সম্পাদক আশরাফুল ইসলাম তিলনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নুরুল হুদা,তুহিন,মহব্বত,প্রমুখ।এসময় আলোচনা ও ইফতার মাহফিলে দলের উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।