বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

সাপাহারে গ্রাম আদালত সক্রিয় করণে কমিউনিটি মত বিনিময় সভা

গোলাপ খন্দকার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গ্রাম আদালত সক্রিয় করণে কমিউনিটি মত বিনিময় সভা মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউ এন ডিপির আর্থীক ও কারিগরী সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণের (২য় পর্যায়ে) প্রকল্প বাস্তয়বায়ন ও সহযোগী সংস্থ্যা ইকো সোস্যাল ডেভলপমেন্ট (ইউএসডিও)’র উদ্যোগে অনুষ্ঠিত উক্ত গ্রাম আদালত সক্রিয় করণ সভায় সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসলেম উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী আলমগীর হোসেন, ইউনিয়ন সমন্বয়কারী শাহনাজ পারভীন প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোটে মামলার জট কমানো ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করার জন্য গ্রাম আদালতকে শক্তিশালী করনের উপর বক্তাগন জোরালো বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com