রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু, ভাই-বোন নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় একই নদীতে গোসল করতে নামা ভাই-বোন নিখোঁজ রয়েছেন। মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)। নিখোঁজ ভাই-বোন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও তার বোন আদনিন (১৬)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে ১০ পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদী পথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় তাদের মধ্যে আট জন বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে ওই আট জনই নদীর স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা ছয় জনকে জীবিত উদ্ধার করলেও ভাই-বোন নিখোঁজ হয়। এদিকে হাসপাতালে আনার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বান্দরবান রোয়াংছড়ির ওসি মো. মান্নান জানান, ১০ পর্যটক বেতছড়ায় নৌকা নিয়ে বেড়াতে গেলে সেখানে বাধরা ঝর্ণার পাশে নদীতে আট জন গোসল করতে নামলে স্রোতে ভেসে দুজন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধার করতে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com