বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে জাবেদ-রুকমিলা দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেদিন দুদকের আবেদনটি শুনানির জন্য আজ (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও রুকমিলাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় আসামিদের বিরুদ্ধে কর্মচারীকে মালিক সাজিয়ে ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়।

এদিকে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বস্তায় বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com