বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে প্রতিটি প্রত্যাশা ধ্বংস হবে: তারেক রহমান

বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শেষে বক্তব্য দেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হবে।

শনিবার (১০ জানুয়ারী) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর এ নিয়ে কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমাদের এই দেশে ২০ কোটির মতো মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজ। এই তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের জন্য বিভিন্নভাবে আমাদের উপায় বের করতে হবে, কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়; সেটির দেশের ভেতরে হোক কিংবা দেশের বাহিরে হোক। আমরা যদি কাজটি করতে সক্ষম না হই, তাহলে আমরা ৫ আগস্ট বলি, নব্বইয়ের আন্দোলন বলি, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন বলি, আমাদের মনে হয় প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে।

নিরাপত্তা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না, নারী-পুরুষ উভয়ের হওয়া উচিত। ছোট একটি উদাহরণ যদি দেই গত বছর সাড়ে ৭ হাজারের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় নিগত হয়েছেন। আমার কাছে বিষয়টি অস্বাভাবিক লাগে। আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে। কিন্তু ঘটনাটি ঘটছে। কোনো বছর বেশি কোনো বছর কম। সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি তাহলে দেখব, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা যে মারা যাচ্ছেন বিষয়টি তা না। যারা মারা যাচ্ছেন তারা হয়তো তাদের পরিবারের অনলি আর্নিং সোর্স। মারা যাওয়ার পর সেই পরিবারটির কী হচ্ছে? অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার ওপর কী হচ্ছে। এই বিষয়টি মনে হয় আমাদের নজরে আনা উচিত। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা উচিত।

কৃষকদের নিয়ে তারেক রহমান বলেন, কৃষকদের অনেক অসহায়ত্বের সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। এদের ব্যাপারটা আমি আমার দলের মাধ্যমে কীভাবে তাদের সাপোর্ট করা যায় সেগুলো বিষয়ে দেখব। আপনাদের সকলের কথা শোনার একটা ভেন্যু আছে কিন্তু কৃষকদের কথা বলার কোনো জায়গা নেই। তাহলে কীভাবে তারা তাদের কথাগুলো বলবে? কাজেই তাদের কথাগুলো তো আমাদের জানতে হবে। আমাদের সকলকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে।

নারী শিক্ষা নিয়ে তারেক রহমান বলেন, আমরা নারী স্বাধীনতার কথা বলছি। বেগম রোকেয়া নারীর শিক্ষার জন্য আন্দোলন করেছেন। মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে আমাদের দল জনগণের ম্যানডেট নিয়ে ক্ষমতা যেতে সক্ষম হলে, আমাদের পরিকল্পনা রয়েছে এই নারীরা কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটি নিয়া কাজ করা।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদকদের মধ্যে ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল আহসান, জহিরুল আলমসহ আরও অনেকে। এ ছাড়া সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম ও খুরশীদ আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com