মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে এসে একত্রিত হয়।
পরে র্যালীটি বের হয়ে শ্রীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো সামনে এসে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ (১) মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও অপর মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।