বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুক পোস্টে সরব; জাতীয় নাগরিক পার্টির নেতা

অনলাইন ডেস্ক ॥
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ক্ষুব্ধ ও তীব্র সমালোচনামূলক পোস্টের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথিত পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। এই পোস্টে তিনি এমন এক ব্যক্তির প্রতি প্রধানমন্ত্রীর কথিত ‘ধন্যবাদ জ্ঞাপন’ নিয়ে প্রশ্ন তুলেছেন, যিনি আমেরিকায় এনসিপির সদস্য সচিব আকতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছিলেন।

বক্তব্যের মূল বিষয়
ফেসবুক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন যে, “আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আকতার হোসেনকে ডিম ছুড়েছে তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন!”

এই কথিত ঘটনার ভিত্তিতে সারজিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নৈতিকতা’ ও ‘মানসিকতা’ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, “একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এইরকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কি হতে পারে?”

নেতৃত্বের সমালোচনা
জাতীয় নাগরিক পার্টির এই নেতা সাবেক প্রধানমন্ত্রীর এমন আচরণকে “ছোটলোকি” আখ্যা দিয়ে মন্তব্য করেন যে, “যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরো বেশি ছোটলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক।”

পোস্টের সমাপ্তিতে তিনি প্রধানমন্ত্রীকে ‘হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক’ হিসেবে উল্লেখ করে দেশ ও জনগণকে তার কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন।

প্রতিক্রিয়া ও মন্তব্য
সারজিস আলমের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। যদিও পোস্টে উল্লিখিত ফোনকল বা ধন্যবাদ জ্ঞাপনের ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে এটি দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনার অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।

Disclaimer: এই প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুক পোস্টের বক্তব্যকে ভিত্তি করে লেখা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com