রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১২ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জনু পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।

বুধবার (২৬ মে) দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর কথা জানান।

তিনি বলেন, এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আগামী দুই মাসের মধ্যে সকল শিক্ষার্থীকে যেকোনো উপায়ে শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর আগে সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়। এবার আবারো বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com