সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

শিক্ষকদের আন্দোলনে বিএনপির একাত্মতা প্রকাশ

শিক্ষকদের আন্দোলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বিএনপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে গেছেন। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্ব অন্যান্য নেতারা এ সময় উপস্থিত হন।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএনপি নেতারা শহীদ মিনারে উপস্থিত হন।

সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শুধু সংস্কার করলে হবে না, শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com