বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

লোহাগড়ায় সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের লোহাগড়া উপজেলা’র ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সালেহা ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট দৌলত আহমেদ খাঁন এর মানবিকতায় এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মাঝে এ বছর থেকে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হয়েছে। চিকিৎসা প্রদান করেন ডা. মোঃ কামরুল ইসলাম (এসবিবিএস-বিসিএস স্বাস্থ্য)।

এছাড়াও মহামারী করোনাভাইরাস মোকাবেলায় এলাকায় হতদরিদ্র ১০০জন পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি তেল, দুই কেজি ডাল ও সাবান বিতরণ করা হয়।

উপজেলার এগারোটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম স্থান কৃতকার্য ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com