শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

লোহাগড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগমের মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন। ময়না বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের দিদার শেখের স্ত্রী।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের লোকজন জানান, গত শুক্রবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় ময়না বেগম। ময়নার অবস্থা রাতে অবনতি হলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করি।

পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরে তার শারীরিক অবস্থার ব্যপক অবনতি হয় এবং শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ বলেন, শুক্রবার রাতে জ্বর নিয়ে ময়না বেগম ভর্তি হন। এসময় তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। এরপর শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com