শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ১ লাখ ১৫ হাজার পরিবার পাবে টিসিবি পণ্য

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে ১ লাখ ১৫ হাজার নিম্নআয়ের কার্ডধারী পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী দেওয়া হবে। শুক্রবার (১৮ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, ২০ মার্চ থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। প্রাথমিকভাবে জেলার পাঁচটি উপজেলার ১৩ জন ডিলারের মাধ্যমে এ পণ্য দেওয়া হবে। এতে ২১ মার্চ পর্যন্ত ৩২ হাজার পরিবার পণ্যসামগ্রী পাবে। পর্যায়ক্রমে বাকিদেরকেও দেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা ও ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসতে হবে ডিলারদের।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ-আলম, নিগার সুলতানা, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোছাইন আহম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com