শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে বিদেশী মদ ও নগদ ২৯ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে নগদ ২৯ লাখ ৯৩ হাজার ৫ শত টাকা, ৫ বোতল বিদেশী মদ, ১ টি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী জহির হোসেন প্রকাশ মিজি (৪৫)কে আটক করে।

এ ঘটনায় সোমবার সকালে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন সাংবাদিকদের জানান, আটককৃত জহির হোসেন প্রকাশ মিঝি ও পলাতক আসামী ওসমান গণি মিণ্টু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদ পেয়ে গতকাল রোববার বিকেলে র‌্যাব-১১ লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে রাকিবের ভবণ থেকে মিঝিকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ০৫ বোতল বিদেশী মদ, নগদ ২৯ লাখ ৯৩ হাজার ৫ শত টাকা ও একটি কালো রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে গ্রেফতার দেখিয়ে দুপুরে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com