শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ফেসবুক লাইভে এসে আদালত ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে বড় ভাইয়ের দেয়া চুরির অপবাদ ও স্ত্রীর সাথে মনোমালিন্য জের ধরে ফেসবুকে লাইভ শেষে লক্ষ্মীপুর জজ আদালতের ভবন থেকে লাফিয়ে পড়ে রাকিব হোসেন রোমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

আজ বুধবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জেলা জজ আদলতের ৫ তলার ছাদের উপর থেকে পড়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে রোমানের মৃত্যুর খবর শুনে স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকা ভারি হয়ে উঠে। নিহত রোমান সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সুমাইয়া নামে তার এক স্ত্রী রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান তাঁর বড় ভাই সোহেলের ভাঙারি দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো। সম্প্রতি বড় ভাইয়ের ভাংগারি দোকান থেকে তামার যন্ত্রাংশ খোয়া যায়। এ নিয়ে বড় ভাই রাগ করে তাকে চুরির অপবাদ দিয়ে দোকান থেকে বের করে দেয়।

বড় ভাইয়ের দেয়া চুরির অপবাদ ও পারিবারিক ভাবে স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জের ধরে রাগে-অভিমানে জেলা জজ আদালতের ৫ তলা ভবনের ছাদে উঠে ফেসবুক লাইভে আসে রোমান। ১ মিনিট ৪৬ সেকেন্ড ফেসবুক লাইভে নিজেকে চোর নয় বলে দাবী করে মা-বাবার কাছে ক্ষমা চায় সে। এ ছাড়া স্ত্রীর নাম উল্লেখ করে বলেন বিয়ে করেছি তবে কোন সুখ পাইনি জীবনে।

এসময় নিজের ব্যাংক হিসাব নম্বর ও গোপন নাম্বার বলে এবং নিজের মৃত্যুর জন্য কেউ দায় নয় বলে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এদিকে ছোট ভাইয়ের আত্মহত্যার খবর শুনে হাসপাতালে দৌড়ে এসে কান্নায় ভেঙ্গে পড়ে বড় ভাই সোহেল।

তিনি আহাজারি করে বলতে থাকেন, এটাই বুঝি আমার শাস্তি ছিলো, ব্যবসায়িক কারণে শাসন করার জন্য দোকান থেকে বের হয়ে যেতে বলেছিলাম। তাই বলে সে আত্মহত্যা করবে। এমন ঘটনা ঘটবে জানলে কখনো বলতাম না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com