শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
নিহত সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে। এর মধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুন বাগিচা গার্লস হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মোটারসাইকেলে দুই ছাত্রী লক্ষ্মীপুর থেকে রায়পুরের কেরোয়া ইউনিয়নে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুই ছাত্রী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।