শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, কেন্দ্রীয় নেতাসহ আহত ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি:: জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিমা বেগম সহ এক ডজন কেন্দ্রীয় নেতা উপস্থিতিতে লক্ষ্মীপুরে জাতীয় পার্টির ২ গ্রপের মধ্যে সংঘর্ষ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের ওয়েল কাম চাইনিজ রেষ্টুরেন্টে এ ঘটনা ঘটে।

এসময় কেন্দ্রিয় নেতা ফয়েজ উল্যা শিপন ও স্থানীয় সংবাদকর্মী জিহাদ হোসেনসহ ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় রেস্টুরেন্টে মূল্যবান মালামাল ভাংচুরের ঘটনা ঘটে। জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক এবার মাসুদ ও কেন্দ্রীয় নেতা শেখ ফয়জুল্লাহ শিপন গ্রুপের সাথে তর্ক বিতর্ক সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় রেস্টুরেন্টের ভাঙচুর করা হয় ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ ফয়জুল্লাহ শিপন বলেন, আমি ও ঢাকা থেকে আগত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা পার্টির কর্মী সমর্থকদের নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে ভিতরে প্রবেশ করতে চাইলে আমাকে ভেতরে ঢুকতে দেয়নি এম আর মাসুম লোকের সমর্থকরা। এসময় তারা আমাকে এবং নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুর করে।

পার্টির সাবেক জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর মাসুদ বলেন, শেখ ফয়জুল্লাহ শিপন ঢাকার ও স্থানীয় কিছু নেতাকর্মী নিয়ে ওয়েলকাম রেস্টুরেন্টে প্রবেশ করার পর পরই কিছু বুঝে উঠার আগেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটে।

সদর থানার (ওসি) তদন্ত শিপন বড়ুয়া বলেন, জাতীয় পার্টির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com