শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:: স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনা প্রমাণীত হওয়ায় জহির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করার আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা: সিরাজুদ্দৌলাহ কুতুবী এই রায় প্রদান করেন। আসামী জহির হোসেন পলাতক রয়েছে।
এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড: আবুল বাশার সাংবাদিকদের জানান, গত ০৭/১০/২০০৯ ইং তারিখ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ফাতেমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয় যাওয়ার পথে জহির তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ভিকটিমের স্বজনরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিজ্ঞ আদালত আজ আসামী জহিরকে যাবতজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন।