শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল রোববার (১৪ নভেম্বর) থেকে দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।
ইতোমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সকল প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।
এছাড়া করোনাভাইরাস মহামারির কারণে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে এবারও এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
করোনার কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না হলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ বছরের শুরু থেকেই দুটি পরীক্ষাই আয়োজনের কথা বারবার বলে আসছে শিক্ষা মন্ত্রণালয়।
সংক্ষিপ্ত সিলেবাসে রোববার সকাল ১০টায় পরীক্ষায় বসবে এসএসসি শিক্ষার্থীরা। দেড় ঘণ্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে।
অন্যদিকে এমসিকিউ অংশে ২৫টির মধ্যে দিতে হবে ১২টির উত্তর। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে করা হচ্ছে কঠোর নজরদারি।
দীর্ঘদিন পর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পড়াশোনায় গতি বাড়বে বলে আশা করছেন শিক্ষকরা। এবার গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে পরীক্ষা হবে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।