বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

রাবির ছাত্রী হলে শর্টসার্কিটে আহত ৬ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রীদের আবাসিক হলে বৈদ্যতিক শর্টসাকির্টে ছয় শিক্ষার্থীর আহতের ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে তাপসি রাবেয়া হলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফারসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রমা সরকার, আরবি বিভাগের শামিমা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির হ্যাপি খাতুন, রাষ্টবিজ্ঞানের জুলেখা আক্তার বন্য, লোক প্রশাসনের সুরাইয়া আক্তার, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল বিভাগের সোনালী খাতুন। তারা হলের কলরব ডরমেটরির আবাসিক শিক্ষার্থী।
হল সুত্রে জানা গেছে, হলের ডরমেটরিতে সাড়ে ১২ টার দিকে শটসার্কিটে বৈদ্যতিক বাল্ব, মোবাইল চার্জারে আগুন লাগে ও বেশ কয়েকটি মোবাইল পুড়ে যায়। বৈদ্যাতিক বাল্ব ভেঙ্গে শিক্ষার্থীদের উপর পড়ে ফলে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার আশ্রয় নিতে শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে ডরমেটরি থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয় মেডিকেল থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হলের একাধিক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসমস্যা আজকের নতুন নয়। মাঝে মাঝেই এ ধরনের ঘটনা ঘটে। তার পরও হল কতৃপক্ষ গুরুত্বের সাথে নিচ্ছেন না। আমাদের জীবন নিয়ে শঙ্কায় আছি’।
হল প্রাধ্যক্ষ ড. সাবিনা সুলতানা পারিবারিক কাজে রাজশাহী বাইরে থাকায় আবাসিক শিক্ষক সৈয়দা নুসরাত জাহানের নিকট জানতে চাইলে বলেন, ‘হলের কড়ই গাছের ভেতর দিয়ে বৈদ্যতিক লাইন আছে। তাই এ সমস্য হয়েছিল। শটসার্কিটের সময় ডরমেটরির শিক্ষার্থীরা বের হতে গিয়ে কয়েকজন আহত হয়। তাদেরকে বিশ^বিদ্যালয় মেডিকেল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন মোটামুটি সুস্থ। কিছু দিন আগেই আমরা কৃষি প্রকল্পে গাছটি কাঁটার জন্য আবেদন জানিয়েছি’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com