মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সমাজসেবা অফিসে ৬টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন ব্যক্তির মাঝে নয় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা অফিস চত্বরে এ চেক বিতরণ করেন সমাজসেবা অফিস।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম এসময় বক্তব্যে বলেন, সমাজের যারা কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, ক্যান্সার, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া এই ৬টি রোগ যাদের হবে সেই ব্যক্তিগণ জাতে কোন দালাল চক্রের কাছে না গিয়ে সরাসরি আমার অফিসে এসে আবেদন করবেন। এই আবেদন করতে কোন ধরনের টাকা পয়সা লাগে না। ডাক্তারের বৈধ্য কাগজপত্র দিয়েই আপনারা আবেদন করবেন।
এসময় সমাজসেবা অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক সোহরাব আলী ও নাজমুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও অনুদান পাওয়া ব্যক্তিগন।