শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

রাতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

রাতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের সংশোধনের খসড়ার ওপর আলোচনা করতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

শনিবার (১০ মে) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে অর্ন্তবর্তী সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘আজকের বৈঠকে কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের খসড়া নিয়ে আলোচনা করা হবে। আমার জানা মতে, এটি ছাড়া আর কোনো ইস্যু নেই।’

এর আগে গত শুক্রবার, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনে অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট সংগঠন ও রাজনৈতিক দলগুলোর বিচার সম্পন্ন করার বিধান অন্তর্ভুক্ত করা লক্ষ্যে আইনটি সংশোধন পরিকল্পনার কথা জানিয়েছে।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com