বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল।
গত মঙ্গলবার জেলা যুবদল এ সংক্রান্ত একটি কাগজ প্রকাশ করে। যা সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
ঠাকুরগাঁও জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসান স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়। এতে শামীম সুমনকে সভাপতি, আকতার হোসেনকে সাধারণ সম্পাদক ও আওলাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষনা করেন।
কমিটি পেয়ে উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, আকতার ও আওলাদ বলেন, তৎকালীন স্বৈরাচার সরকারের দমন-পীড়ন হামলা মামলার এটি একটি ফসল। রাজপথের ত্যাগী ও পরীক্ষিতরাই যেন এরকম সম্মান পায়, তাহলে দল সুসংগঠিত থাকবে।
এ প্রসঙ্গে জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ বলেন, আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। তবে ত্যাগীরাই বেশির ভাগ স্থান পাবে। আর যুবদলের কোন নেতাকর্মী অনৈতিক কর্মকান্ডে জড়িত হলে কঠোর হস্তে দমন করা হবে। কারণ জিয়া পরিবার কারো সাথে আপোষ করেনি রাজনীতিতে কোন আপোষ করা হবেনা।