সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন (নাম অনুমিত) নামে এক প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার কুদ্দুস নামের এক ব্যক্তির মালিকানাধীন পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাণীশংকৈল থানা পুলিশকে অবহিত করে।
সংবাদ পেয়ে রাণীশংকৈল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে। এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্নেহাষীস দাসসহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জেসি খাতুন নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি একজন প্রতিবন্ধী নারী বলে পুলিশ নিশ্চিত করেছে।
উদ্ধারকৃত লাশটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।