মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পিকআপের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাউতনগর বাজার থেকে কাঁঠালডাংগি যাওয়ার পথে মিজান পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ সড়কের বিপরীত দিক থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক যারদিশ (৫৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যারদিশ হরিপুর উপজেলার আমলডাংগা কামারপুকুরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হোসেনগাঁও ইউনিয়নের চরোল পাড়ায় বসবাস করছিলেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়িসহ পালিয়ে গেছে। এখনো গাড়িটি উদ্ধার ও চালককে শনাক্ত করা যায়নি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।