বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল সরবরাহকারী চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- হরিপুর উপজেলার বড়–ইয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মুজিবুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।
জানা যায়, পৌর শহরের ভান্ডারা গ্রামের মকলেছুর রহমান তার মালিকানাধীন ভান্ডারা মৌজার ১৫৫৯ নম্বর দাগের ৩৯ শতক জমির মধ্য থেকে ৩ শতক জমি নিজ পুত্রকে ওসিয়তনামা দলিলের মাধ্যমে হস্তান্তরের জন্য সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। দলিল লেখক স্বাধীন যথাযথভাবে দলিল প্রস্তুত করে সাব-রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করলে জাবেদা নকল নিয়ে সন্দেহ দেখা দেয়।
সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে রেকর্ড রুমে যাচাই করে স্বাক্ষরের সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্য করেন। পরে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, ১০ হাজার টাকার বিনিময়ে মুজিবুর রহমান নামের এক ব্যক্তি জাল জাবেদা নকল সরবরাহ করেছেন। পরবর্তীতে কৌশলে মুজিবুর রহমানকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ডেকে আনা হলে তিনি জাল দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং এ চক্রের সঙ্গে জড়িত অপর এক ব্যক্তির নাম প্রকাশ করেন। তিনি হলেন, হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল দলিল চক্রের সক্রিয় সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ প্রসঙ্গে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম বলেন, দলিলের জাবেদা নকলটি আমার কাছে সন্দেহজনক মনে হওয়ায় রেকর্ড রুমে যাচাই করি। জাল প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বীকার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।