মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. রুপসানা বেগম (২৫) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রুপসানা বেগম অসুস্থ ছিলেন। স্বামী শহিদুল ইসলাম স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করাচ্ছিলেন। তবে রুপসানার বাপের বাড়ির লোকজনের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
তাঁদের অভিযোগ, রুপসানাকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন। মৃতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই রুপসানা স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও নির্যাতন বন্ধ হয়নি। অবশেষে নির্যাতনের জেরে রুপসানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে রুপসানাকে হত্যা করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।