বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে এবং শনিবার সকালে নগরীর রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- নগরীর দাশপুকুরের আলাউদ্দিনের ছেলে মমিনুল ইসলাম হৃদয় (২৪), বহরমপুরের নেকবরের ছেলে আরিফ (২৩), তেরখাদিয়া ডাবতলার কাবিলের ছেলে কোরাইশিন কেরোশিন (২২) ও নতুন বিলসিমলা এলাকার সিদ্দিকের ছেলে সেলিম মাইকেল (৩০)।

আরএমপি মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ৩০ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে অটোরিকশাযোগে নগরীর লক্ষ্মীপুরে ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। লক্ষ্মীপুর টিবি পুকুর বাইপাস এলাকায় মোটরসাইকেলে চার ছিনতাইকারী তার পথরোধ করে।

ছিনতাইকারীদের একজন চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পালানোর সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নম্বর নোট করেন ওই ছাত্রী।

এ নিয়ে নগরীর রাজপাড়ায় মামলা হয়। এরপর শুক্রবার রাতে নগরীর বুলনপুর হাইটেক পার্ক এলাকা থেকে মমিনুল ইসলাম হৃদয় ও আরিফকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডসহ আরও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও তাদের কাছেই পাওয়া যায়। পরে সেটিও জব্দ করা হয়।

গ্রেফতারদের তথ্য মতে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তেরখাদিয়া ডাবতলা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি কোরাইশিনকে আটক করে পুলিশ। তার কাছে ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও একটি চাকু পাওয়া যায়।

এছাড়া শনিবার সকাল ১০টায় রাজপাড়া থানা পুলিশের অপর একটি টিম নগরীর নতুন বিলসিমলা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে যুক্ত সেলিম ওরফে মাইকেলকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com