শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

রাজধানী থেকে বর্তমানে জঙ্গিবিমান ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই: বিমান বাহিনী

বিমান বাহিনীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদফতরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম জানিয়েছেন, রাজধানী ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক। তিনি বলেন, বর্তমানে ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই।

সোমবার (২৮ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তেজগাঁওয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ঢাকায় জঙ্গিবিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এয়ার কমডোর শহীদুল ইসলাম বলেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এমন ঘাঁটি রয়েছে।

সংবাদ সম্মেলনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো: মিজানুর রহমান বলেন, ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধারকার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তকাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে। তিনি বলেন, সকল নিহত ও আহতদের সর্বাত্মক সহযোগিতা করবে বিমান বাহিনী। যতদিন প্রয়োজন হয় ততদিন সব ধরনের সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com