শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী।
ইউরোপিয়ান-মেডিটারানিয়ান সিসেমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল বাংলাদেশ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও লোকজন ব্যাপক আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
এদিকে, বাংলাদেশের মতো কলকাতা ও আশপাশের কয়েকটি জেলাতেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো খবর দিয়েছে।
এর আগে আজ সকালে পাকিস্তান ও আফগানিস্তানেও দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।