শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রাজধানীর ৮ কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে আগামীকাল সোমবার (১ নভেম্বর) থেকে শিক্ষার্থীদের করোনাভাইরাস টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের এ টিকা দেওয়া হবে। মোট আটটি কেন্দ্র থেকে এ টিকাদান কার্যক্রম চলবে। এরমধ্যে আগামীকাল একটি কেন্দ্র উদ্বোধন হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি সাত কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত আট কেন্দ্রের মধ্যে রয়েছে। এগুলো হলো- হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল। তবে কোনো শিশি অসুস্থ হলে পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে তাদের কাছে ৭০ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা রয়েছে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা।

স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সে তথ্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য ভাণ্ডারে যোগ হওয়ায় শিক্ষার্থীরা এখন নিবন্ধন করতে পারছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com