মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
ঢামেক হাসপাতাল। সংগৃহীত ছবি নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) কলেজের সামনে ফাঁকা এলাকায় ঘটনাটি ঘটেছে। যেখানে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।