সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল কুড়িগ্রামের মহিবুল ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি:: আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রংপুর রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

সোমবার সকালে রেঞ্জ ডিআইজি’র সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য গত মার্চ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে মহিবুল ইসলামের নাম ঘোষণা করেন ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

এরই ধারাবহিকতায় মঙ্গলবার (১১ এপ্রিল) কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মার্চ মাসের রেঞ্জে এবং জেলায় শ্রেষ্ঠ সার্কেল হিসাবে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলামকে পুরুস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এছাড়াও গত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামানকে সম্মাননা পুরুস্কার প্রদান করা হয়।

পুলিশ সুপার সভায় বিগত মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঈদকে সামনে রেখে কোন কুচক্রী মহল যেনো চুরি, ছিনতাই, মলম পার্টি সহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com