বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। বুধবার সকাল ৯টার দিকে বালু বোঝাই ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৮৫) ও রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সোহরাব আলী, ত্রিশালের আ. কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) ও বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা (৪৫)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির।

এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও অটোরিকশা যাত্রী কলিমউদ্দিন। এসময় আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com