মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক ঢাকার নবাবগঞ্জের কৃতি-সন্তান বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন পুনরায় ঢাকা বিভাগ কৃষক লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পেলেন।
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি সংগঠনের প্যাডে লিখিতভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির অনান্য সদস্যরা হলেন, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী হক, বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা মিয়ান এম.এ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, খান মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না, কবিরুল আলম মাশু. মো. শাহজাহান মুন্সি, মো. সিরাজুল ইসলাম। ঢাকা বিভাগ কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক সাদের হোসেন বুলু, যুগ্ম আহবায়ক প্রকৌশলী শেখ মেহেদী হাসান স্বপনসহ উপজেলা ও ১৪ টি ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।