মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক ৬০ শতাংশ কমলো।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের জারি করা দুইটি প্রজ্ঞাপনের ফলে আমদানিকৃত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। পাশাপাশি দেশে সংযোজিত একই মূল্যমানের প্রতিটি মোবাইল ফোনের দাম কমবে প্রায় ১ হাজার ৫০০ টাকা।

সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে এই শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। একই সঙ্গে এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরো সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com