শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

মেসির পর তার দেহরক্ষীও নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক:: সম্প্রতি অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ লিওনেল মেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। সেই সিদ্ধান্তে নাখোশ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবার আরেকটি নিষেধাজ্ঞার খবরে আলোচনায় এলেন মেসি, যদিও এবার নিষেধাজ্ঞায় তিনি নন, বরং তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।

ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, লিগস কাপে ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচ শেষে ঘটনার জেরে চুয়েকোকে পুরো টুর্নামেন্টে টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে শৃঙ্খলা কমিটি। পাশাপাশি ইন্টার মায়ামি ক্লাবকেও আর্থিক জরিমানা করা হয়েছে, যদিও তার পরিমাণ প্রকাশ করা হয়নি।

শৃঙ্খলা কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুলাইয়ের ম্যাচ শেষে ইন্টার মায়ামির প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে এবং নিয়মবহির্ভূত আচরণ করেন। সে কারণে তাকে লিগস কাপ ২০২৫-এর বাকি সময়জুড়ে টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ওই ম্যাচের শেষ মুহূর্তে, যখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। উত্তেজনা থামাতে দ্রুত মাঠে ঢুকে পড়েন মেসির নিরাপত্তাকর্মী চুয়েকো। তবে তার এমন পদক্ষেপ নিয়ে আপত্তি তোলেন প্রতিপক্ষ আটলাসের খেলোয়াড়রা।

আটলাসের ডিফেন্ডার দোরিয়া এ নিয়ে বলেন, মাঠে কোনো ভক্ত ঢুকে পড়লে মেসির নিরাপত্তায় দেহরক্ষীর উপস্থিতি আমি বুঝি। কিন্তু খেলোয়াড়দের মধ্যকার পরিস্থিতিতে তিনি জড়াতে পারেন না। খেলোয়াড়দের ব্যাপারে মত দেওয়ার বা পদক্ষেপ নেওয়ার অধিকার তার নেই।

তিনি আরও যোগ করেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের নয়। বোর্ড এবং লিগ কর্তৃপক্ষ যেটি সঠিক মনে করবে, সেটিই করবে। তবে এমন হস্তক্ষেপ যদি কেবল খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে হয়, তাহলে সেটা মানা যেতে পারে। কিন্তু এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com