রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী বইমেলা

বান্দরবান প্রতিনিধি:: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান প্রশাসক চত্বরে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে।

প্রশাসক সভাকক্ষে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, লেখক, প্রশাসক, পাঠক ও বিক্রেতার সম্মিলনের মাধ্যমে বই পড়ার আগ্রহ সৃষ্টির জন্য এই বইমেলার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক): শেখ ছাদেক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com