শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করবে আরএমপি

নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ করবে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এজন্য মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে আরএমপি। এ জাদুঘর স্থাপন হবে রাজশাহী পুলিশ লাইন্সের গণকবরের পাশেই।

বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিয়মকালে এ তথ্য জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরের দিকে আরএমপি সদর-দফতরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরএমপি পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ২৭ মার্চ তিন দিন রাজশাহী পুলিশ লাইন্সকে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে সুরক্ষিত রাখতে সক্ষম হন তারা।

ওই যুদ্ধে একসঙ্গে ১৮ জন পুলিশ সদস্য পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। পরে ডিআইজি মামুন মাহমুদ ও এসপি এস এ মজিদকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী। তাদের আর সন্ধান পাওয়া যায়নি। তারা শহীদ হন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারসহ রাজশাহীবাসীর প্রাণের দাবি, রাজশাহী পুলিশ লাইন্সের গণকবরের পাশে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপন করা। বিষয়টি আমি পুলিশ মহাপরির্দশক ড. বেনজীর আহমেদকে অবহিত করি। পরে আইজিপি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। দ্রুতই রাজশাহী পুলিশ লাইন্স গণকবরের পাশে এই জাদুঘর স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com