শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতি মোকাবিলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন শুরু করেছে।
ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে একাধিক ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়া গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন চালাচ্ছে। রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা এসব ভবন পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনেও ক্ষতি লক্ষ্য করা গেছে। রাজউক পূর্বেই এই ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল। ভূমিকম্পে আরও ক্ষতি হওয়ায় রাজউক ভবনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দিয়েছে। এছাড়াও গুলশানে ১০ তলা একটি ভবনের কলামে ফাটল ধরা পড়ায় কলামের উপর অবস্থিত সুইমিংপুলের পানি সরানো হয়েছে।
রাজউক অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন যেমন টিকাটুলি, ওয়ারী, মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। ভবনগুলোর বিস্তারিত অবস্থা পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে DEA রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।