শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনকে নাগরিক সংবর্ধনা ও উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে ধীতপুর ঐতিহ্যবাহী খেলার মাঠ সুরক্ষা-মিনি স্টেডিয়াম বাস্তবায়ন আন্দোলন কমিটি ও ধীতপুর নাগরিক ফোরামের আয়োজনে ওই সংবর্ধনা ও কনসার্ট অনুষ্ঠিত হয়।
সংবর্ধনায় ধীতপুর ঐতিহ্যবাহী খেলার মাঠ সুরক্ষা-মিনি স্টেডিয়াম বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক ইমরুল কায়েস সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার টেলিভিশনের উপস্থাপক আহসান হাবীব বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. খোকন হোসেন ঢালী, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল রহমান খান, ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল সিব্বির ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইফতেখার আহম্মেদ সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির খান, ভরাডোবা ইউনিয়র পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক, সাংবাদিক এস. এম. মিজানুর রহমান মজনু, যুবলীগ নেতা মাজহারুল হক খোকন, মোখলেছুর রহমান মামুন, সরকার মুহাম্মদ মানিক মিয়াসহ অনেকেই।