বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে বাড়ীর পাকঘর থেকে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের তাজ উদ্দিনের মেয়ে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তার (১৪) সবার অজান্তে দুপুর ১টার দিকে পাক ঘরের আড়ার সাথে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার সময় বাড়ীতে মেয়ের বাবা ও ভাই ছিলেন এবং মা সকালে ডিউটিতে চলে য়ায়। তার বাবা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে আসার পুর্বেই নিহত তানজিনার বাবা তাজ উদ্দিন লাশ নামিয়ে ফেলেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত মেহেদী হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।