বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গঠনতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর মহমানের ৪০তম শাহাদাৎ বাষির্কী পালিত হয়েছে।
ভালুকা বাসস্ট্যান্ড বিএনপি’র দলীয় কার্যালয়ে রবিবার (৩০মে) সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও ভালুকা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুবর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্ছু, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সাধাঃ সম্পাদক রুহুল আমিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজু, ভরাডোবা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ আঃ রহিম আকন্দ, ভালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত পাঠান, স্বেচ্ছাসেবক ময়মনসিংহ দক্ষিন জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, যোগাযোগ বিষয়ক সম্পাদক তোজাম্মেল হক বকুল, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ সজিব তালুকদার, সদস্য একরামুল হক ফকির, ভালুকা কৃষক দলের আহ্বায়ক উসমান গনি মল্লিক মাখন, যুবদল সাংগঠনিক সম্পাদক তাজমুল হাসান মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কায়সার আহমেদ কাজল, ছাত্রদল সদস্যসচিব ইঞ্জিয়ার রিয়াদ পাঠান, পৌর আহ্বায়ক মিয়াদুল হক খান (মিয়াদ), ভালুকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম আলীরাজ, সদস্য সচিব মাহদী আল হাসান মৃদুল এবং ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনসারুল হক সুমন, এনামুল হক জজ, মোতাহার খান, আবুল কাসেম, হুমায়ুন কবির, রিগান, মিয়াজ, রুবেল প্রমুখ।